শূন্য হাতে দেশে ফিরল টাইগাররা

 দুঃস্বপ্নের নিউজিল্যান্ড সফর শেষে শূন্য হাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার সিঙ্গাপুর এয়ারলাইন্সে চড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন নিউজিল্যান্ড সফর শেষ করে আসা ক্রিকেটাররা।

অধরা জয়ের খোঁজে শুরু হচ্ছে টি-টোয়েন্টি মিশন
দুঃস্বপ্নের মতই কেটেছে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর। ফাইল ছবি

নিউজিল্যান্ডে বাংলাদেশ কোনো প্রতিরোধই গড়তে পারেনি। বরাবরের মত এবারের সফরও জয়হীন। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হওয়ার কিউইদের মাটিতে টানা ৩২ ম্যাচ পরাজিত বাংলাদেশ।রবিবার (৪ এপ্রিল) সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ সময় সকাল ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখেন লিটন দাস, মোহাম্মদ মিঠুনরা।
দেশে ফিরলেও বসে থাকার সুযোগ নেই ক্রিকেটারদের। এ মাসেই যেতে হবে শ্রীলঙ্কা সফরে। ২১ এপ্রিল ক্যান্ডিতে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের যাত্রা শেষ হবে এই সিরিজ দিয়ে।
তাই একটু বাড়তি গুরুত্ব পাচ্ছে শ্রীলঙ্কা সফর।
যদিও শ্রীলঙ্কা সফর নিয়ে শেষমুহুর্তে কিছুটা শঙ্কা জেগেছে। কোয়ারেন্টিন ইস্যুতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাত্রা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। করোনার নতুন ধরনের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে লঙ্কান সরকার ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক করতে চায় বলে গুঞ্জন রয়েছে। বিসিবি ক্রিকেটারদের সাথে আলোচনা করেই নেবে চূড়ান্ত সিদ্ধান্ত।

Comments

Popular Posts