আইপিএলে সেঞ্চুরি ও পাঁচ উইকেটের রেকর্ড গড়তে চান সাকিব

 

আইপিএলের এবারের আসর মাঠে গড়াচ্ছে ৯ এপ্রিল থেকে। কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া সাকিব আল হাসান টুর্নামেন্ট শুরুর আগে জানালেন দলের শক্তিমত্তা, ব্যক্তিগত ভাবনা ও ইচ্ছের কথা। ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়তে চাওয়া সাকিব মুখিয়ে আছেন মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামতে।

৯ এপ্রিল শুরু হতে যাওয়া আইপিএলের ১৪ তম আসরে সাকিবের কোলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে ১১ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। এবারের আইপিএল খেলতে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজ থেকে ছুটি নেন সাকিব। এ নিয়ে বেশ আলোচনা সমালোচনা হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আইপিএল খেলতে সাকিব ছিলেন উদগ্রীব।

ইতোমধ্যে ভারতে পৌঁছে ৭ দিনের কোয়ারেন্টাইন শেষে দলের সাথে করছেন অনুশীলনও। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ‘১০এস’ নামক র‍্যাপিড ফায়ার প্রশ্নোত্তর পর্বে সাকিব জানিয়েছেন টুর্নামেন্ট সামনে রেখে নিজের কিছু ভাবনার কথা। মৌসুমে কোন নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে, কোন নির্দিষ্ট বোলারের বিপক্ষে খেলতে মুখিয়ে আছে সহ ছিল কোন রেকর্ড ভাঙতে চায় এমন প্রশ্নের উত্তরও।




এই মৌসুমের মুম্বাইয়ের বিপক্ষে খেলতে মুখিয়ে থাকা সাকিব নিজের দলের শক্তিমত্তা সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘এই মৌসুমে আমি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি। আমাদের দল এবার সব বিভাগেই পরিপূর্ণ। তারপরও আমি বলব, কোলকাতার বোলিং অ্যাটাকটা খুবই ভালো। এটাই এই মৌসুমে শিরোপা জেতাতে পারে আমাদের।’

টুর্নামেন্টে নিজের লক্ষ্য ও সুযোগ পেলে কোন রেকর্ড গড়তে চান এমন প্রশ্নের জবাবে টাইগার অলরাউন্ডার বলেন, ‘এই মৌসুমে দলের জয়ে অবদান রাখতে চাই। যে রেকর্ডটি করতে চাই সেটা হচ্ছে এক ম্যাচ সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেয়ার রেকর্ড। প্রতি বছরই আইপিএল থেকে নতুন কিছু না কিছু শিখছি।’

এদিকে নিজের পুরোনো ফ্র্যাঞ্চাইজি কোলকাতায় ফেরা সাকিব বোলারদের মধ্যে রাজস্থান রয়্যালসের জফরা আর্চারকে খেলতে অপেক্ষায় ছিলেন। তবে চোটের কারণে এই ইংলিশ পেসার ছিটকে গেলেও নিজ দলের অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে নেটে বেশি বেশি খেলতে চান বলে জানান সাকিব।

সাকিব বলেন, ‘জফরা আর্চারকে এই মৌসুমে খেলতে মুখিয়ে ছিলাম, যদিও সে চোটে পরেছে। আরেকজন হচ্ছে প্যাট কামিন্স, যাকে আমি নেটে অনেক বেশি মোকাবেলা করব।’

Comments

Popular Posts