আবারো আলোচনায় সাব্বির রহমান


বিতর্ক যেন পিছুই ছাড়ছে না সাব্বির রহমানের!আজ বিকেএসপির তিন নম্বর মাঠে চলছিল শেখ জামাল এবং ওল্ড ডিওএইচএস মধ্যকার ম্যাচ এবং সেখানেই ঘটে যায় আরও একটি ঘটনা।মাঠের বাহিরে থেকে শেখ জামালের খেলোয়াড় ইলিয়াস সানিকে গালি-গালাজ ও উচ্ছৃঙ্খল আচরনের আভিযোগ উঠেছে লেজেন্ড অব রূপগঞ্জ এর খেলোয়াড় সাব্বির রহমানের বিরুদ্ধে।

এই সময় মাঠে ফিল্ডিংয়ে ছিলেন ইলিয়াস সানি।এই ঘটনায় শেখজামাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) আনুষ্ঠানিক ভাবে অভিযোগ জানিয়েছে। অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয় ম্যাচ কালিন সময় সাব্বির নাকি ইলিয়ার সানিকে ইটও ছুড়ে মেরেছেন। বর্নবাদী আচরন করছেন। এছাড়াও তিনি সানিকে কাইল্যা বলেও অভিহিত করেছেন বলে দাবি করেছেন বলে দাবি করেছেন শেখ জামাল।

সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ এনে শেখ জামালের দেওয়া চিঠিতে লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছি যে, অদ্য ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপি এর ৩নং মাঠে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব এর মধ্যকার খেলা চলাকালীন সময়ে লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড- এর খেলোয়াড় জনাব মোহাম্মদ ইলিয়াসকে লিজেন্ডস অব রূপগঞ্জ এর খেলোয়াড় জনাব সাব্বির রহমান রুম্মন মাঠের বাহির হতে বিনা কারনে উপুর্যপরি ইট ছুড়ে মারেন। অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণ বৈষম্য মূলক আচরণ করে বলেন যে, ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস। যাহা একজন প্রফেশনাল ক্রিকেট খেলোয়াড় হিসেবে এহেন আচরণ অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে।’ এমন আচরণে সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইলিয়াস সানির দল শেখ জামাল

এর আগেও কয়েকবার অশোভন আচরন ও দর্শক পেটানোর দায়ে অভিযুক্ত হন সাব্বির রহমান এবং এর জন্য শাস্তিও ভোগ করেন।

Comments

Popular Posts