বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেল ভারত-নিউজিল্যান্ড ফাইনালের প্রথমদিন


বৃষ্টির কারনে ভেস্তে গেল ওয়ার্ল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন।ইংল্যান্ডের সাউদাম্পটনে ওয়ার্ল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং নিউজিল্যান্ডের। কিন্তু বৃষ্টির কারনে অপেক্ষা বাড়তে থাকে জমজমাট এই খেলার শুরু হওয়ার।সাউদাম্পটনে সকাল থেকেই ছিলো বৃষ্টির হানা।

যার কারনে টস করাও সম্ভব হয়নি। বৃষ্টির জন্য ভেস্তে যায় খেলার প্রথম ও দ্বিতীয় সেশনের খেলা। শেষ সেশনে এসে বৃষ্টি থামলেও ভেজা আউটফিল্ডের জন্য খেলা শুরু করা যায়নি।তাই আম্পায়াররা প্রথম দিনের খেলা বাতিল বলে ঘোষনা করেন।

কেবল প্রথম দিন নয়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ফাইনালের পাঁচ দিনই বৈরী আবহাওয়ার শঙ্কা মাথায় নিয়েই মাঠে নামতে হবে কোহলি-উইলিয়ামসনদের। প্রথম দিনের পর দ্বিতীয় দিনে আবহাওয়া পরিস্থিতিতে কিছুটা উন্নতি ঘটার সম্ভাবনা রয়েছে। তবে এই দিনও সাউদাম্পটনে আকাশ সারাদিনই মেঘলা থাকবে। তৃতীয় দিনে গিয়ে প্রথম দিনের মতোই ম্যাচের অনেকটাই বৃষ্টির কবলে পড়তে পারে। বজ্রসহ বৃষ্টিপাত, সেইসাথে বাতাসের গতিবেগ ঘন্টায় ১৩ কিলোমিটার থাকবে। পরদিন (টেস্টের চতুর্থ দিন) বাতাসের গতিবেগ তৃতীয় দিনের চেয়ে কয়েকগুণ বেড়ে ঘন্টায় ৩২ কিলোমিটার বেগে বইতে পারে। এই দিন ঝড় হবেই বলে জানিয়েছে সাউদাম্পটনের আবহাওয়া দফতর। এছাড়া ২২ জুন অর্থাৎ ম্যাচের পঞ্চম দিন সাউদাম্পটনে বজ্রসহ বৃষ্টি ও বাতাসের প্রবল গতিবেগের করণে খেলা শুরু হতে দেড়ি হবে। ম্যাচ শুরু হলেও সেদিন খুব বেশি ওভার খেলা সম্ভব হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর।

ফাইনালে ভারতের চূড়ান্ত একদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রিশভ পান্ট (উইকেটরক্ষক) রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি। ফাইনালে নিউজিল্যান্ডের (সম্ভাব্য) একাদশ: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, আজাজ প্যাটেল/কাইল জেমিসন/ম্যাট হেনরি, নেইল ওয়াগন্যার, ট্রেন্ট বোল্ট। সব ঠিক থাকলে ১৯ তারিখ (শনিবার) সকাল ১০ টায় (বাংলাদেশ সময় দুপুর ৩ টায়) শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ার্ল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ।

Comments

Popular Posts